গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সম্মানিত মহাপরিচালক জনাব মো: সাইদুর রহমান ড্রিম হোমস-এর কার্যক্রম পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সম্মানিত মহাপরিচালক জনাব মো: সাইদুর রহমান  ২৫ মে ২০২৪ বিকেলে এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (এডাস) এর কার্যক্রম পরিদর্শন করেন। সম্মানীত অতিথি প্রথমে গাজীপুর জেলার শফিপুরে  অবস্থিত ওয়ামী পার্মানেন্ট ক্যাম্প পরিদর্শন করেন   ক্যাম্প কর্তৃপক্ষ ও ড্রিম হোমসের অনাথ শিশুরা অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। অতিথিবৃন্দ একে একে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সমূহ পরিদর্শন করেন।  এসময় ইয়াতিম শিশুদের জন্য পরিচালিত ড্রিম হোমস ঘুরে ঘুরে দেখেন।  তাদের আবাসন ও স্কুল পরিদর্শন করেন। 

ড্রিম হোমস পরিদর্শনকালে এতিম শিশুদেরকে নিয়ে কেক স্লাইসিং-এ অংশ নেন। ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১২২ জন ছাত্রদের নিয়ে আয়োজিত ১০ দিন ব্যাপী চলমান প্রি কলেজ স্কীল ডেভেলপমেন্ট  প্রোগ্রাম ২০২৪ এর ২য় দিবসের কার্যক্রমে অংশ নেন।  এ সময় ছাত্রদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: সালাহ উদ্দিন মিয়াজি এমপি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব এ কে এম মাহফুজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। অতিথিবৃন্দ সন্ধ্যার পর উত্তরায় অবস্থিত তাশফিয়া শারার ড্রিম হোমস-এ এতিম মেয়েদের আবাসন ও অন্যান্য কার্যক্রম দেখেন এবং তাঁর সম্মানে আয়োজিত সন্ধ্যাকালীন পিঠা উৎসবে যোগদান করেন।

উত্তরার ৭ নং সেক্টরে অবস্থিত ছেলেদের ড্রিম হোমসে মোসুমী ফলের আসরে যান এবং অনাথ ছেলেদের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের খোঁজখবর নেন। এনজিও বিষয়ক ব্যুরো’র সম্মানিত মহাপরিচালক এডাসের অফিস পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।  এডাসের স্টাফদের সাথে মতবিনিময় এবং নৈশভোজের মাধ্যমে ভিজিট সম্পন্ন হয়।

পেশাগত ব্যস্ততা ও ছুটির দিনে অন্যান্য ব্যক্তিগত কাজ বাদ দিয়ে স্বল্প সময়ের মধ্যে এডাস অফিস ভিজিটে আসায় এডাস কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতিথির সামগ্রিক সুস্থতা ও উত্তোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *